উল্লাপাড়া

উল্লাপাড়ায় চাদাবাজীর অভিযোগে একজন গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ চাদাবাজী মামলায় শরিফুল ইসলাম বাবুকে গ্রফতার করে শুক্রবার আদালতে চালান দিয়েছে। মডেল

থানা সূত্রে জানা যায়, উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রামের হাতেম আলীর ছেলে শরিফুল ইসলাম উপজেলার পাটধারির মেসার্স আনান ব্রিকসের মালিক আব্দুল আজিজের কাছে দুই লাখ টাকা চাদা দাবি করে। চাদার টাকা না দেওয়ায় আব্দুল আজিজকে মারপিট করা হয়। পরে আব্দুল আজিজ এ বিষয়ে থানায় মামলা করলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে শরিফুল ইসলাম বাবুকে গ্রফতার করে।

উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুরে তাকে আদালতে চালান দেওয়া হয়েছে ।