উল্লাপাড়ায় ক্ষীরার ফলন ও দাম ভালোপাওয়ায় বেজায় খুশি কৃষক
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার দেরিতে হলেও জমি থেকে ক্ষীরা তুলছে কৃষক । গত সপ্তাহ থেকে ক্ষীরা তুলে আড়তে নিয়ে বিক্রি শুরু করেছে । উপজেলার বর্ধনগাছা ও চাকশার আড়তে ক্ষীরা কেলা-নেচা হচ্ছে । বিভিন্ন এলাকার ক্ষীরা ব্যবসায়ীরা এ আড়তে এসে ক্ষীরা কেনা শুরু করে দিয়েছে । চাহিদা বেশী থাকায় এক মন ক্ষীরা এক হাজার ৬ শত থেকে এক হাজার ৭ শত টাকায় বিক্রি হচ্ছে । এ দাম পাওয়ায় বেজায় খুশি কৃষক । এখান থেকে ক্ষীরা কিনে নিয়ে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন মোকামে বিক্রিয় করছে ।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস থেকে জানা যায় চলতি মৌসুমে ২৪০ হেক্টর জমিতে ক্ষীরার আবাদ হয়েছে । উপজেলার কয়ড়া, মোহনপুর ও বড় পাঙ্গাসী ইউনিয়নে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে ক্ষীরার আবাদ হয়েছে । কৃষকেরা হাইব্রিড ও দেশীয় দুই জাতের ক্ষীরার আবাদ করেছেন । এর মধ্যে হাইব্রিড জাতের ক্ষীরা বেশী পরিমাণ জমিতে আবাদ হয়েছে বলে জানা গেছে ।
উপজেলার কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার, ভাগলপুর ও সড়াতলা গ্রামের মাঠের প্রায় জমিতেই কৃষকেরা দুই জাতেরই ক্ষীরার আবাদ করেছেন । কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার গ্রামের মাঠে গিয়ে দেখা যায় কৃষকেরা ক্ষীরার জমিতে গাছের পরিচর্যা ও বিভিন্ন উপকারী ঔষধ স্প্রে করছেন । এ বিষয়ে জানতে চাইলে কৃষক মোঃ শাহান হোসেন বলেন প্রায় এক বিঘা জমিতে হাইব্রিড জাতের ক্ষীরার আবাদ করেছেন তিনি । গত মঙ্গলবার আবাদের প্রথম আড়াই মণ ক্ষীরা জমি থেকে তুলে বর্ধনগাছা ও চাকশা আড়তে পাইকারী এক হাজার ৬ শত টাকা মণ দরে বিক্রি করেছেন । এ দামে ক্ষীরা বেচে বেশ খুশী বলে জানান তিনি । একই এলাকার কৃষক শাকিল হোসেন, জহুরুল ইসলাম ও লিটন মিয়া দেড় থেকে পোনে দুই বিঘা পরিমাণ জমিতে ক্ষীরার আবাদ করেছেন । তারা আর ৪/৫ দিন পর থেকেই জমি থেকে ক্ষীরা তুলে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন । আগামী এক সপ্তাহ পরই জমি থেকে পুরোদমে ক্ষীরা উঠা শুরু হবে । কৃষকেরা জানান এবার ক্ষীরার আবাদ দেরীতে হলেও ফলন ভালো হচ্ছে । মৌসুমের প্রথম দিকে বৃষ্টিপাতে লাগানো ক্ষীরা গাছ নষ্ট হয়ে যাওয়ায় আবার নতুন করে বীজ লাগিয়ে আবাদ করা হয়েছে । এতে আবাদ এবার নাবী হয়েছে । তারপরও ক্ষীরার ফলন ভালো হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় বেজায় খুশি কৃষক ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৬/১১/২০২৪