উল্লাপাড়ায় কর্মহীন পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ শ জন হতদরিদ্র কর্মহীন ঘরবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা পরিষদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি তানভীর ইমাম । এতে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল ও ১ লিটার তেল দেওয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক, জেলা পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,জেলা পরিষদের সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা পরিষদের সদস্য মীর কামরুন্নাহার আলো, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা প্রমুখ।