উল্লাপাড়া

উল্লাপাড়ায় আগুনে পুড়ে ৪ টি গরুর মৃত- আহত-১

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়াল ঘরে আগুন ধরে আগুনে পুড়ে ৪ টি গরুর মৃত হয়েছে । এ আগুনে আরো একটি বকন বাছুর গুরুতর আহত হয়েছে । ওই আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ি গ্রামে মোঃ আব্দুর রশিদের বাড়িতে ।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ি গ্রামের মোঃ আব্দুর রশিদের গোয়াল ঘরে আগুন লাগে । আগুন লাগার সংগে সংগে গ্রামবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে । এর মধ্যে গোয়াল ঘরে রাখা ৫ টি গরু আগুনে দগ্ধ হয় । তার মধ্যে ৪ টি গরু মারা যায় এবং একটি বকন বাছুর আহত হয়েছে । ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সুত্রপাত হয় । এ আগুনে ঘর সহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম তপন ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং তিনি ক্ষতি গ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগীতা দেয়ার কথা বলেছেন ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান তিনি জেনেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগীতা করবেন বলে তিনি জানান ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৭/০৫/২০২৩