উল্লাপাড়ায় আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বেলা ১১ টায় আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিরাজগঞ্জ – ৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সহ সভাপতি আব্দুল বাতেন হিরু , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন , সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আমিরুল ইসলাম আরজু প্রমুখ। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রমে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৬/০৫/২০২৩