উল্লাপাড়া

উল্লাপাড়ায় অতি বৃষ্টির কারণে রোপা-আমন আবাদ দেরি হওয়ায় ফলন কম হওয়ার আশংকায় কৃষক

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় রোপা- আমন ধানের আবাদ দেরি হচ্ছে । অনেক এলাকায় প্রচুর বৃষ্টিপাতের ফলে তলিয়ে বীজ তলা নষ্ট হয়ে গেছে । বীজ তলা নষ্ট হওয়া এবং উৎপাদনে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের মাঝে । কোনো কোনো মাঠে বৃষ্টির পানি আটকা পরে জলাবদ্ধতরা সৃষ্টি হয়েছে । ফলে চলতি রোপা আমন ধান আবাদ দেরি হচ্ছে । এতে ব্যয়ের মাত্রা বেরে যেতে পারে । এই দেরি শুধু উৎপাদন ব্যয়ে বাড়তি চাপই নয়, বরং মৌসুমের শেষদিকে ফলনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে । তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন বৃষ্টির কারনে রোপা-আমন ধান আবাদ একটু দেরি হলেও ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫১৫ হেক্টর জমিতে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪০ হাজার ৩০২ মেট্রিক টন।
চলতি বছরের লক্ষ্যমাত্রার ১১ হাজার ৫১৫ হেক্টর জমির মধ্যে আগস্টের ২য় সপ্তাহের মধ্যে প্রায় ৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা সম্ভব হয়েছে। অনেক জায়গায় জমিতে বৃষ্টির পানি বেঁধে থাকায় চারা রোপণ করা দেরি হচ্ছে ।

এ বিষয়ে কথা হয় উপজেলার গাড়লগাঁতী গ্রামে কৃষক মোঃ শাহজাহান আলী ও সিংহগাঁতী গ্রামের কৃষক মোঃ আব্দুল হালিমের সাথে তারা বলেন অতি বৃষ্টির কারণে তাদের মাঠ সহ উপজেলার অনেক মাঠে বৃষ্টির পানি বের হতে না পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । এসব মাঠে রোপা-আমন ধানের চারা রোপণ করতে দেরি হবে । দেরিতে চারা রোপন করলে ধানের ফলন কম হওয়ার সম্ভাবনা থাকে ।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াস্মিন সুমি বলেন চলতি মৌসুমে এ উপজেলায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে । বৃষ্টির কারনে রোপা-আমন ধান আবাদ একটু দেরি হলেও ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১২/০৮/২০২৫