উল্লাপাড়া

উল্লাপাড়া পঞ্চক্রোশীর মাটিকুরা থেকে ৪লক্ষ ৫৬ হাজার জাল টাকা সহ মূল হোতা গ্রেফতার

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকুরা গ্রাম থেকে ৪ লক্ষ ৫৬ হাজার জাল টাকা, জালটাকা ছাপানোর সরঞ্জাম সহ চক্রের মূলহোতা মোঃ ফরিদুল ইসলাম (২১) নামের এক জাল টাকা কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় ফরিদুলের দেয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ি থেকে ৪,৫৬,০০০ টাকার জালনোট সহ জাল টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২ টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সামিউল আলম বলেন, প্রায় দেড় বছর যাবত আসামি  ফরিদুল ইসলাম তার নিজ বাড়িতে   জাল টাকার বিভিন্ন ধরনের  নোট তৈরি করে বা ছাপিয়ে পাশ্ববর্তী টাঙ্গাইল, পাবনা, জামালপুর সহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে তার বিভিন্ন  জালনোট ব্যবসায়ীদের নিকট  বিক্রি করতো।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জাল টাকার চাহিদা বেশি থাকায় প্রায় ২ কোটি জাল টাকা ছাপানোর টার্গেট নিয়েছিল।

তিনি আরও জানান, আটককৃত আসামী এসব জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জের আশপাশের জেলাগুলোতে স্বল্প মূল্যে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করতো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।