উল্লাপাড়া

উল্লাপাড়া দুটি ফুটওভার ব্রিজের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

নগরবাড়ি-বগুড়া মহা-সড়কের উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড ও বোয়ালিয়া বাস স্ট্যান্ডে, স্কুল- কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের রাস্তা পাড়াপাড়ের শুবিধার্থে ২৫.৩০ মিটার দৈর্ঘের দুটি ফুটওভার ব্রিজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম ওই দুটি ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন । এর পর উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উল্লাপাড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হয় ।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ।