উল্লাপাড়া ডিগ্রী কলেজর বার্ষিক ফাইনালফুটবল প্রতিযোগিতা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া ডিগ্রী কলেজের বার্ষিক ফাইনাল ফুটবল প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় উল্লাপাড়া ডিগ্রী কলেজ মাঠে অত্র কলেজের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের মাঝে এ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় ।
এ ফাইনাল ফুটবল খেলার উদ্বোধন করেন উল্লাপাড়া ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভুঁইয়া ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর, প্রভাষক আব্দুর রউফ সিকদার, প্রভাষক আব্দুুল মজিদ আকন্দ, প্রভাষক গোলাম মর্তুজা, প্রভাষক আব্দুস সালাম, প্রভাষক মার্জিনা আক্তার, প্রভাষক রমা রানী দাস, প্রভাষক লুৎফুল বারী, প্রভাষক আলী আজাদ, প্রভাষক মনিরুল ইসলাম, মোঃ ফজলুর করিম, আলমগীর হোসেন, মোঃ আব্দুল হালিম প্রমুখ ।
খোলায় ৩-০ গোলে প্রথম বর্ষকে হাড়িয়ে দ্বিতীয় বর্ষ চ্যামম্পিয়ান হয় ।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উল্লাপাড়া ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভুঁইয়া ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০১/১২/২০২৫
