উলিপুরে “স্বাধীনতার স্থপতি ও রক্তগৌরবের বাংলাদেশ” নামক বইয়ের মোড়ক উম্মোচন
মোঃবুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
বন্ধবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে উলিপুর প্রেসক্লাবের হলরুমে মঙ্গলবার (২৫মে) সকাল ১১টায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের রচিত “স্বাধীনতার স্থপতি ও রক্তগৌরবের বাংলাদেশ” নামক বইয়ের মোড়ক উম্মোচন করেন কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের মাননীয় সাংসদ অধ্যাপক এমএ মতিন।
সাবেক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লেখক বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবু সাঈদ সরকার, ব্যাবসায়ী ইকবাল হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর মোহাম্মদ সরকার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক মুক্তি যোদ্ধাসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।