উল্লাপাড়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট উল্লাপাড়ায় শীতজনিত ডায়রিয়া ও শ্বাসকষ্টে শিশু ও বয়োবৃদ্ধ সহ ৯১ জন হাসপাতালে ভর্তি

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২ দিনে শীতজনিত ডায়ারিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শিশু ও বয়োবৃদ্ধ সহ ২২ জন রোগী ভর্তি হচ্ছে ৷ গত সপ্তাহ থেকে এ পর্ঢ়ন্ত আরো ৬৯ জন ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগী চিকিৎসা দেওয়া হয়েছে ।

শিশুদের ডায়রিয়া চিকিৎসায় এজিথ্রোমাইসিন ও অনডানসেট্রোন সিরাপ সংকট থাকায় এবং কলেরা স্যালাইন এর স্বল্পতার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় । আক্রান্তরা হলো- উপজেলার চর সাতবারিয়া গ্রামের আলিফা (১), রামকান্তপুরের রিয়াদ (১), গারেশ্বরের ফারুক (১১ মাস), ঝিকিড়ার সাদিয়া (১৩ মাস), ধরইলের জিসান (২) ও পূর্বদেলুয়া গ্রামের সাব্বির (১৮ মাস), বালশাবাড়ির ফাতেমা(৩ব),শ্যামপুরের সিফা(১৩ মাস), বেতবাড়ির রুবিয়া(৪০ ব), চালার কেয়া(১৮ মাস), বড়হরের জমেলা খাতুন(৩০ ব), গোয়ালজানির আজিম(৮ মাস), উল্লাপাড়ার আমির হামজা (২ মাস), চকচৌবিলার আঃ রহমা(১৪ মাস), হরিশপুর কয়ড়ার মায়া (১২ মাস), শ্যামপুরের হাসিব (১২ মার), ছয়বাড়িয়ার আবুল কালাম (৭০ ব), ধড়াইলের ইসরাফিল(১২ মাস), বোয়ালীয়ার হোসাইন(৩ ব), গুনাইগাঁতীর হাফিজুল(১০ মাড), ফলিয়ার আবু মুছা(২ ব) ও কালিশপুরের ফাতেমা(১৮ মাস) । গত কয়েক দিন ধরে শীতজনিত ডায়ারিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ নানা বয়সী রোগী ভর্তি হচ্ছে । ওই শিশুদের চিকিৎসায় ব্যবহৃত এজিথ্রোমাইসিন ও অনডসনসেট্রোন সিরাপ দীর্ঘদিন ধরে সরবরাহ না থাকায় বিকল্প চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গত নভেম্বর মাসের ৭ তারিখে ৩ শ ব্যাগ কলেরা স্যালাইন সরবরাহ দিলেও এ পর্যন্ত আর সরবরাহ দেওয়া হয়নি । গত দু’ মাসে রোগীদের কলেরা স্যালাইন সরবরাহ দেওয়ায় স্যালাইন আর স্বল্পপরিমান রয়েছে ।

এ স্বল্পতার কারণে রোগীদের বাহির থেকে ঔষধ ক্রয় করতে হচ্ছে । উপজেলার পূর্বদেলুয়া গ্রামের গৃহবধূ শানু খাতুন জানান ডায়ারিয়া রোগে আক্রান্ত হওয়ায় তার শিশু সন্তান সাব্বিরকে রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে ৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কে.এম. আহসানুল হক এ প্রতিবেদককে জানান শীতজনিত ডায়ারিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ৬ থেকে ১০ জন করে রোগী ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে । তবে শিশুদের চিকিৎসায় ব্যবহৃত এজিথ্রোমাইসিন ও অনডসনসেট্রোন সিরাপ দীর্ঘদিন ধরে সরবরাহ না থাকায় বিকল্প চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গত নভেম্বরের ৭ তারিখে ৩ শ ব্যাগ কলেরা স্যালাইন সরবরাহ দিলেও এ পর্যন্ত আর সরবরাহ দেওয়া হয়নি । এ স্বল্পতার কারণে রোগীদের বাহির থেকে ঔষধ ক্রয় করতে হচ্ছে । এতে চিকিৎসা সেবাও ব্যহত হচ্ছে ।

মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ