উন্নয়নের জন্যে মন্ত্রী হবার দরকার নেই -সাবেক স্বাস্হ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা একটি চলমান প্রক্রিয়া। জননেত্রী শেখ হাসিনার এটি একটি বড় চ্যালেঞ্জ। তাই উন্নয়নের জন্যে মন্ত্রী হবার দরকার নেই।’উন্নয়ন প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবেই চলবে।সারাদেশে শহীদ এম মনসুর পরিবারের সন্তান মোহাম্মদ নাসিম একজনই। এতে হতাশ হবার কিছু নেই। তিনি আরো বলেছেন, আমি কোন বেঈমানের সন্তান না,আমি বঙ্গবন্ধুর সহচর জাতীয় নেতার সন্তান শহীদ এম মনসুর আলী যেমন বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করেন নাই, তারপুত্র মনসুরের সন্তান নাসিম কোন দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বেঈমানি করে নাই করবে ও না ইনশাল্লাহ। মাননীয় প্রধান মন্ত্রী যেভাবে চাইবেন, সেভাবেই দলের জন্য, দেশের জন্য কাজ করে যাবো। শনিবার (২৬ জানুয়ারি -২০১৯)বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামীলীগর দলীয় কার্যালয়ের সামনের মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এম,পি উপরোক্ত কথাগুলো বলেছেন।

কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে, এম হোসেন আলী হাসান, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ন- সম্পাদক ছাইদুল ইসলাম, কৃষকলীগ সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, ছাত্র লীগ সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমূখ।