উত্তরাতে আই ই এন্ড প্লানিং সিরাজগঞ্জের উদ্যোগে গেট টুগেদার অনুষ্ঠিত
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
আই ই এন্ড প্লানিং সিরাজগঞ্জের এর উদ্যোগে গেট টুগেদার অনুষ্ঠিত। আর নয় শ্রীলঙ্কান / ইন্ডিয়ান আমরা আমাদের স্কিল উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ পোশাক শিল্পের আধিপত্য ধরে রাখতে চাই সেই লক্ষ্যে আই ই এন্ড প্লানিং সিরাজগঞ্জ এর উদ্যোগে ঢাকা, উত্তরা, কিংস ক্রেজি উইংস রেস্টুরেন্ট ঘরোয়া সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত বাংলাদেশ পোশাক শিল্পে আই ই এন্ড প্লানিং বিভাগে কর্মরত সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সভাপতি, সঞ্চালনা ও উপস্থাপনা হিসাবে দায়িত্ব পালন করেন প্রকোশলী মোঃ আবুল কালাম আজাদ ( ইনচার্জ আই এন্ড প্লানিং মিতালী গ্রুপ)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন প্রোকৌশলী জনাব মোঃ মাহবুবুল আলম (সহঃ মহাব্যবস্থাপক আই ই এন্ড প্লানিং, দেশ গার্মেন্টস লিঃ) আরো উপস্থিত থেকে সমাবেশ কে অলংকৃত করেছেন অত্যন্ত শ্রদ্ধা ভাজন আই পি ই স্পেশালিস্ট প্রোকৌশলী জনাব মোঃ আতিউর রহমান ( মহাব্যবস্থাপক অপারেশন তারাটেক্স লিঃ) বিশেষ বক্তৃতা প্রদান করেন আবির হোসাইন শাহিন ( আই ই এক্সিকিউটিভ মিতালী গ্রুপ) বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম ( ব্যবস্থাপক আই এন্ড প্লানিং নর্দান তসরিফা গ্রুপ) ও জনাব মোঃ খান ইউসুফ ( সহকারী ব্যবস্থাপক আই এন্ড প্লানিং ডেকো গ্রুপ) অনুস্ঠানের শুরুতে সভাপতির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয় কমিটিতে যারা আছেন— প্রকোশলী জনাব মোঃ মাহবুব আলম (প্রধান উপদেষ্টা) জনাব মোঃ শহিদুল ইসলাম (উপদেষ্টা) প্রকৌশলী জনাব মোঃ এনামুল কবির (উপদেষ্টা) প্রোকৌশলী জনাব মোঃ খান ইউসুফ (উপদেষ্টা) প্রকৌশলী জনাব মোঃ ইমদাদুল হক লিখন (উপদেষ্টা) সভাপতি নিবাচিত করা হয় প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান জুয়েল প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আবির হোসাইন শাহিন সহ – সম্পাদক প্রোকৌশলী মোঃ মাসুদ রানা প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহঃ প্রচার সম্পাদক মোঃ সোহাগ রানা কোষাধ্যক্ষ মোঃ শামীম রেজা আহ্বায়ক প্রোকৌশলী মোঃ ইমরান হোসেন তালুকদার ও মোঃ তায়েফুর রহমান সমাবেশে আলোচ্য বিষয় ছিল বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ আর এম জি সেক্টরে টিকে থাকতে হলে দক্ষতার বিকল্প নাই, সেই জন্য আমাদের ইচ্ছা ও আগ্রহকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজ শিখতে হবে। তাছাড়া শ্রমিকের বেতন বৃদ্ধি দক্ষ জনবলের অভাবে পোশাক শিল্প হুমকির মুখে সেই জন্য আমাদের অত্যন্ত যত্ন সহকারে কাজ করার কথাও বলা হয়।
সেই লক্ষ্যে আমাদের মটিভেশনাল ও দক্ষতা বৃদ্ধির ট্রেইনিং এর বিষয়েও আলোচনা করা হয়েছে। আরো আলোচনা করা হয়েছে, বাংলাদেশ থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ ডলার শ্রীলঙ্কান ও ইন্ডিয়ানরা নিয়ে যাচ্ছে অথচ তাদের অধিকাংশই অদক্ষ সেই জন্য আমাদের দেশের যারা মালিকেরা যেন এই বিষয়ে সুদৃষ্টি দেন, পাশাপাশি আমরা যেন সেই দক্ষতা অর্জন করতে পারি যাতে আমাদের দেশের মালিকেরা আমাদের উপর আস্থা রাখতে পারেন। সেই সাথে সিরাজগঞ্জ আই ই এন্ড প্লানিং গ্রুপের মাধ্যমে একজন ফ্রেশার ও দুইজন অভিজ্ঞ সদস্যের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়। আমাদের আমন্ত্রিত অতিথি আই পি ই স্পেশালিস্ট প্রোকৌশলী জনাব মোঃ মতিউর রহমান বক্তৃতায় অনুষ্ঠানের ইতি টানা হয়।