উচ্চ ফলনের আশায় এবং ক্ষতিকারক পোকা উপক্রম থেকে বাঁচার জন্য ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকেরা ।
মো: ইউনুস আলী মিঠু ( সিরাজগঞ্জ, শাহজাদপুর )
অপরূপ সৌন্দর্যের বাংলাদেশ, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে, মাঠ চির সবুজে ছেয়ে আছে। দুচোখে তাকালে চারদিকে শুধু সবুজ আর সবুজের অপরূপ সৌন্দর্য পাগল করে দেয়।
কবির ভাষায়,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি,
উচ্চ ফলনের আশায়, কৃষকেরা জমির ক্ষতিকর পোকার উপক্রম থেকে বাঁচার জন্য কীটনাশক প্রয়োগ করছে। সেই সাথে ব্যস্ত কৃষি শ্রমিকেরাও। এক কথায় বলা যায় আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার সর্বত্র বোরো ধানের চাষাবাদের ধুম পড়েছে। কৃষকরা ভোরবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত বোরো ধানেরর চাষাবাদ কাজে ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ফরিদপাঙ্গাশী গ্রামের বিভিন্ন মাঠের জমিতে এমন দৃশ্য দেখা যায়। বোরো চাষের জন্য মূলত সুষম মাত্রায় রাসায়নিক সার যেমন ইউরিয়া, টিএসপি, পটাশ প্রয়োগ। পোকা-মাকড়ের হাত হতে জমি রক্ষা করতে কীটনাশক প্রয়োজন অত্যাবশ্যকীয়। পাশাপাশি পর্যাপ্ত সেচ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। ফসলের এ তিনটি মৌলিক চাহিদার কোনটার ঘাটতি হলে ফসলের ফলন ভাল আশা করা অসম্ভব। এবার যদি কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহালে কিছু দিনের মধ্যেই ফসলের মাঠ ভরে উঠবে ধানে ধানে। সোনার ফসল দেখে সকল কৃষকের মুখে ফুটবে সোনার হাসি। বাম্পার ফলনের আশা করেন এ সকল এলাকার কৃষকেরা।