ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশের স্হপতি বাঙালী জাতীর অগ্নিপুরুষ বাঙালী জাতীর শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে সিরাজগঞ্জে আই আই রোডস্থ অন্যতম প্রাচীনতম বিদ্যাপীঠ ইসলামিয়া সরকারি কলেজে জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিলো, দোয়ামাহফিল, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুুুস্পস্তবক অর্পন, সাংস্কৃতিক অনুুুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম। আলোচনা সভা রোববার (১৭মার্চ-২০১৯) কলেজের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান আলোচক ছিলেন, অনুষ্ঠানের আহবায়ক গনিত বিভাগের সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক ও আয়োজন কমিটির সদস্য মাহমুুুুদুল আলম খান, রিপন, জাহাঙ্গীর, হেলাল তালুকদার, সাখাওয়াত হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, সিনিয়র সহকারি অধ্যাপক আবুল বাশার। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জীবনালোখ্যমুলক কবিতা পাঠ ও মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়। বঙ্গবন্ধুর বিদেহীআত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর এক বিশেষ দোয়ামাহফিল করাহয়।