ইলিশের প্রধান প্রজন্ম মৌসুম উপলক্ষে জেলেদের মাঝে চাল বিতরণ
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় প্রধান প্রজন্ম মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য মানবিক সহায়তার কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের চৌহালীতে কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়ছে। বুধবার (৪ অক্টোবর ) সকালে উপজেলার খাষকাউলিয়া, খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের কার্ডধারী ১৮৮ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। খাষপুখুরিয়া ইউপিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। এদিন দুপুরে খাষকাউলিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ ও বাঘুটিয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য। আহরণ নিষিদ্ধ সময়ের ২২ দিন ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত থেকে আপনারা সবাই বিরত থাকবেন। চাল বিতরণকালে উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রে সহকারি মো. শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মো. সোহেল রানা, সকল ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।