ইমন নৌকা পাওয়ায় নিমগাছিতে আনন্দ মিছিল
আব্দুল কুদ্দুস তালুকদার নিমগাছি,-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগ সদস্য ও এলাকার সাবেক তিনবারের নির্বাচিত এমপি প্রয়াত গাজী ইসহাক হোসেন তালুকদারের কনিষ্ট পূত্র এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন কেন্দ্রীয় কমিটি কর্তৃক চুড়ান্ত মনোনীত হওয়ার ও নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার সংবাদে নিমগাছি বাজারে এক আনন্দ মিছিল বের হয় আজ শনিবার সন্ধ্যায় সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে এবং রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সোনাখাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন ছানা, যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আলম তালেব, সদস্য পরিমল কুমার পোদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বর সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাহাদত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও হিন্দু – বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিশ্বজিৎ সাহা, আদিবাসী ফোরামের সিরাজগঞ্জ জেলা সভাপতি শুশীল কুমার মাহাতো প্রমূখের নেতৃত্বে। বিশাল মিছিল বাজারের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে তহসীল অফিসের সামনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমজাদ হোসেন ছানা, বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবর্গ। বক্তাগন এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমনকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনীত করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি তথা বিশেষভাবে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সেই সাথে উপস্থিত নেতা- কর্মীসহ এলাকাবাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে ইমন তালুকদারকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নিরলস কাজ করার আহবান জানান। শেষে সবাইকে মিষ্টিমূখ করান জিলাপী খাইয়ে সভাপতি নুরুল ইসলাম সরকার।