ইতিহাসের পাতায় লেখা থাকবে ২০বলে মোসাদ্দেকের হাফসেঞ্চুরি
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক:
মোসাদ্দেক হোসেনের অনবদ্য ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। ২১০ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মাত্র ২০ বলে মোসাদ্দেক হাফসেঞ্চুরির দেখা পান। এর আগে কোন বাংলাদেশি ক্রিকেটার এত কম বলে হাফসেঞ্চুরি করতে পারেননি। পাঁচটি ছয় এবং দুটি চারের মার ছিল তাঁর অর্ধশতকের ইনিংসটিতে। শেষ পর্যন্ত ২৪ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি, দলকে এনে দিয়েছেন দাপুটে এক জয়। মোসাদ্দেকের পরে সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুলের দখলে। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন আশরাফুল