তাড়াশ

আব্দুল মান্নান তালুকদারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিমগাছি, রায়গঞ্জসিরাজগঞ্জ

চলনবিল থেকে এম এ হাশিম সরকার- সিরাজগঞ্জ- ৩, রায়গঞ্জ- তাড়াশ- সলংগা এলাকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সাবেক চারবারের নির্বাচিত এমপি গত বৃহস্পতিবার রায়গঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুজ্জামান মাস্টার, সাধারন সম্পাদক সামসুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোন্দকার সোহরাব হোসেন প্রমূখ।

সভায় জনাব আব্দুল মান্নান তালুকদার জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়েছে, গাড়ী ভাংচুর করেছে, তার নামে মিথ্যা মামলা করেছে, তার কর্মীদের মারধর করেছে, তার পোষ্টার ছিঁড়ে পুলিশের সামনে পুড়িয়েছে। এছাড়া তার কর্মীদের মেরে ফেলার হুমকি দেয়ায় তারা ঘর থেকে বের হতে পারছে না, প্রচার তো দুরের কথা। তার দল আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশ নিতেছে এবং যত নির্যাতন আসুক মাঠ ছেড়ে তিনি যাবেন না কোথাও। প্রয়োজনে তার কর্মীসহ তিনি জীবন দেবেন তবু অন্যায়ের কাছে মাথা নত করবেন না। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনে ২৫ টা আবেদন দিয়েও কোন সাড়া পান নি প্রশাসনের তরফ থেকে। তিনি অবিলম্বে রায়গঞ্জ থানার ওসি তদন্তের প্রত্যাহার দাবী জানান, কারন তার গাফিলতি ও আওয়ামী তোষনসহ একচোখা নীতির জন্য বিএনপি প্রচার চালাতে পারছে না। শেষে ধানঘড়া চৌরাস্তায় জনতার মাঝে লিফলেট বিতরন করেন ও তাদের সাথে কুশল বিনিময় করেন।