আগামীকাল ২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ ঘোষনা
আবির হোসাইন শাহিন :
দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কয়েকদফা বাড়ানো হল সরকারি ছুটি। করোনার অবস্থা দিন দিন অবনতি হওয়ার কারনে ছুটি বধিত করা হয়েছে।আগামী ২৫ তারিখ পযন্ত সাধারন ছুটি ঘোষনা করাতে সরকারি বেসরকারি সব অফিস আদালত বন্ধ থাকবে। উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রজ্ঞাপনে এই পেশ করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সন্ধ্যা ৬ টার পর বাহিরে বের হওয়া নিষেধ আর এক এলাকা থেকে অন্য এলাকাতে যাওয়া নিষেধ। কেউ এই আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।সরকারি সাধারন ছুটির সাথে সমনয় রেখে পোশাক কারখানাগুলো বন্ধ রাখা সিদ্ধান্ত নেন বিকেএমইএ ও বিজিএমই। শুক্রবার বিকালে দুটি পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়।বিজিএমই সভাপতি রুবানা হক ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান ঘোষনা দেন আগামী ২৫ তারিখ পযন্ত সব কারখানা বন্ধ থাকবে। তবে উল্লেখ্য যে বেতনের ব্যাপারে কারখানা খুলে রাখার অনুমতি আছে।