আ ফ ম ইদ্রিস স্যারের প্রয়াণে সরিষাবাড়ীতে নাগরিক শোকসভা
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষক-চাকুরে-আইনবিদ আ ফ ম ইদ্রিস স্যারের প্রয়াণে
গুনগ্রাহীদের উদ্যোগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে পোগলদিঘা ইদ্রিস স্যার স্মরণে নাগরিক শোক সভা
উদযাপন পরিষদের আয়োজনে পোগলদিঘা মহাবিদ্যালয়ে নাগরিক
শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক শোক সভায় পোগলদিঘা মহাবিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি আলহাজ আবুল হোসেন সভাপতিত্ব
করেন।প্রধান অতিথী হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের
প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান বক্তব্য রাখেন।আরো বক্তব্য
রাখেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের
ডেপুটি গর্ভঃনর আবু হেনা রাজে হাসান,সাবেক উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন,উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা,পোগলদিঘা
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহেছেনা খাতুন,উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান আবুল কালাম আজাদ,মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয়
কমিটির সহ সভাপতি কাউছারুল ইসলাম তারা,উপজেলা
আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান
শাহজাদা,যুগ্ম সম্পাদক আব্দুল গনি,উপজেলা জাতীয় পার্টির
সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন,
মনছুর আলী খান প্রমুখ। সভাটি পরিচালনা করেন- কলেজের
সহকারী অধ্যাপক মিজানুর রহমান।