অসহায় মানুষের পাশে “শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠন”
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
মহামারী করোনা ভাইরাস এর জন্য যখন সারা বাংলাদেশ অঘোষিত লকডাউনে বন্দী ঠিক এই দুঃসময়ে বিপদগ্রস্ত অসহায় গরীব দুঃখী ও দিনমজুর এবং যারা দিন এনে দিন খায় তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের জন্য উদ্যেগ নেয় শাহজাদপুর অনলাইন রক্তদান সংগঠনের সদস্যরা। গত মঙ্গলবার (৩১ মার্চ) শাহজাদপুর থানার বিভিন্ন গ্রামের প্রায় ১০০ অসহায় পরিবারকে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি ইমাম হাসান সজল, সাইদুল ইসলাম, আহসান হাবিব মিন্টু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজবিদ হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তুষার হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ। এসময় সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিব দেশের সকল বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন দেশ আমাকে কি দিয়েছে সেটা বড় কথা নয় আমি দেশকে কি দিলাম সেটাই বড় কথা।