অলৌকিকভাবে রক্ষা পেল বর্ষা কিন্তু ধর্ষন বা অপহরণ বন্ধ হবে কবে
আবির হোসাইন শাহিন :
গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে অপহরন হওয়া নাসরিন আকতার বর্ষা অবশেষে রক্ষা পেল। রাজশাহীর মতিহার থানায় জ্যামের কারণে মাইক্রোবাসটি যখন একটু দাড়ায় সেই সুযোগে মাইক্রোবাস থেকে থেকে নেমে আসে ১২-১৫ বছর বয়সী মেয়ে বর্ষা। প্রতিয়তই হচ্ছে ধর্ষন বাদ যাচ্ছেনা কেউ শিশু থেকে বয়স্ক সবাই যৌনহয়রানির শিকার হচ্ছে সবাই। ধর্ষনের জন্য যদি নারীদের পোশাককে দায়ী করা হয় তাহলে শিশুরা ধষন হচ্ছে কেন? একেকেটি যৌন হয়রানি, ধষন,হত্যা হয় কয়েকদিন মিছিল মিটিং সেমিনার মাননবন্ধন পত্র পত্রিকায় লেখালেখি হবে তারপর শেষ। নৈতিকতা মুল্যবোধ যাচ্ছে কোথায়? প্রতিটি অপরাধের যদি দৃষ্টান্তমুলক শাস্তি হত তাহলে অপরাধীরা একটু হলেও থমকে যেত আর কমে যেত অপরাধ প্রবণতা।
প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করছি অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার করে যথেষ্ট শাস্তি প্রদান করার জন্য। সেই সাথে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনার সন্তান সন্ততিকে যথেষ্ট কেয়ারে রাখুন। মনে রাখবেন আপনার একটু অসতর্কতার কারনে নেমে আসবে আপনার সংসারে শোকের ছায়া। তাই আপনি আপনার সন্তান সন্ততিকে যথেষ্ঠ সময় দেয়ার পাশাপাশি তাদের সাথে বন্ধুত্ব গড়ার চেষ্টা করুন।