অতিউৎসাহীর কাছে স্কুল শিক্ষক নির্যাতিত যেতে পারছেনা স্কুলে-উল্লাপাড়ায়
বড় পাঙ্গাশী ইউনিয়নের উপজেলার আওয়ামীলীগ পরিচয়ে সুবিধাবাদী আওয়ামীলীগ নেতা শাহ্আলমের কাছে নির্যাতিত হচ্ছে স্কুল শিক্ষক খলিলুর রহমান। ইউনিয়নের হাওড়া গ্রামের মৃত আওয়াল আলীর ছেলে শাহ্আলমে ।
কথিত অতি উৎসাহী শাহ্আলম বড়পাঙ্গাশী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক। শুধু তিনি ব্যতীত তার বংশের সবাই জামায়াত ও বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার বড়ভাই আব্দুর ছাত্তার সরদার সাবেক মেম্বর বড়পাঙ্গাশী ইউয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও তার আরেক ভাই সাঈদ মওলানা বড়পাঙ্গাশী শাখার সাবেক জামায়াতের আমির।
এছাড়া ও তার বংশের সবাই বিএনপি ও জামায়াত দলের সাথে সম্পৃক্ত।
বড়পাঙ্গাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তামান আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর এতথ্য নিশ্চিত করে জানান হাওড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান একজন ভালো মানুষ শাহআলম নানা ভাবে তাকে অত্যাচার ও নির্যাতন করেছে, তিনবার মারপিট ও করেছে। এছাড়া ও তাকে একমাস যাবত স্কুলে আসতে বাধা দিচ্ছে। এর সঠিক বিচার হওয়া উচিৎ।
বড়পাঙ্গাশী ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ নেতারা জানান শাহ্আলম আওয়ামীলীগ দল কে ব্যবহার করে বিভিন্ন অপরাধ কার্যক্রম করে সুবিধা ভোগ করছে। তিনি আওয়ামীলীগ দলের হাইব্রিট নেতা।
বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান গত ৪ তারিখে শাহ্আলমের পরিকল্পনা অনুযায়ী তার ভাগ্নে ও ভাতিজা হাত পা কেটে,শিক্ষক খলিলুর রহমানের নামে মিথ্যা মামলা দিয়েছে।
গত ১১ জানুয়ারি তারিখে উল্লেখ মামলা সূত্রে জানান যায় হাওড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান কে স্কুলে কর্তব্যরত অবস্থায় অফিস কক্ষে গিয়ে শাহ্আলমের নির্দেশে রাজফল, পলাশ, রবিউল, সজীব বেধর মারপিট করে বলে জানান নির্যাতিত শিক্ষক। এরপর তিনি আইনের আশ্রয় নেন সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতের। ২০০২ এর দূত বিচার আইনে মামা দায়ের করেন অভিযুক্ত দের নামে যাহার মামা নম্বর ৫/১৮। ফেব্রুআরির ২০ তারিখে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আসামিরা ধরাছোয়ার বাইরে।
ওয়ারেন্ট ভুক্ত আসামি পাল্টা শিক্ষক খলিলুর রহামের মিথ্যা মামলা করছে বলে জানান নির্যাতিত শিক্ষক। তিনি অভিযোগ করেন মামালা থেকে বাঁচতে, আমাকে দুর্বল করতে এই মিথ্যা নাটকীয় মামলা করেছে ওয়ারেন্ট ভুক্ত আসামির বাবা মিজানুর রহমান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান খলিলুর রহমান স্কুলে যেতে পারছেনা এরকম অভিযোগ আমাদের কাছে নাই। তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামী আদালত থেকে জামিন নিয়ে স্কুলে যাইতে পারবেন।