“অগ্নিশিখা” আবির হোসাইন শাহিন
আবির হোসাইন শাহিন
অগ্নিশিখা আর আগুন আর হবে কত?
চকবাজার,নিমতলি ,বনানী একই সুতায় গাথা
লাশের ছবি ভেসে ওঠে চোখে পুড়ছে লোক শত শত?
চারদিকে আগুন জ্বলছে দাউদাউ, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে বাঁচাও বাঁচাও ।। আগুনের ঐ কালো ধোয়ায় কষ্ট হয় নিতে শ্বাস ,
কেউ বা আবার বাঁচার জন্য লুটিয়ে পরে বেচে থাকার মিথ্যা আশাস ।
মৃত্যুর দ্বারপ্রান্তে কঠিন বাস্তবের মুখোমুখি,
কান্না আর হতাশ নিয়ে বাঁচার আকুতি।
আঅগ্নি তুমি কেড়ে নিলে কত তরতাজা প্রাণ,
পুড়লো কত ভাই- বোন পিতা -মাতার কত সন্তান।
আগুন তুমি হয়ে রবে নির্মম ইতিহাস,
তোমার জন্য মূহুতেই ঝড়ে পড়ল কত শত লাশ।।