সিরাজগঞ্জে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট দিবস পালন ।
আজিজুর রহমান, সিরাজগঞ্জ ঃ
ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন এই শ্লোগান নিয়ে -সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষে ১০ডিসেম্বর -২০১৮হতে সপ্তাহব্যাপী সিরাজগঞ্জের আয়োজনে, সিরাজগঞ্জ কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সিরাজগঞ্জ শহরের মুজিব সড়স্হ চৌরাস্তা মোড় কার্যালয়ে “রুপকল্প-২০২১-২০৪১সাল” বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সিরাজগঞ্জের বিভাগীয় কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্টিজের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদুল ইসলাম, বগুড়া কর অঞ্চল সার্কেল-৯,সিরাজগঞ্জের সহকারী কর কমিশনার তাজ মোহাম্মদ তরফদার, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সুপারেন্টার আহসান হাবিব, মিল্ক ভিটার ডি জি এম এ.এফ এম ইদ্রিস, স্বাগত বক্তব্য রাখেন, কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সিরাজগঞ্জের রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ -আল মাহমুদ, ইজাজুল হক, সহকারী রাজস্ব কর্মকর্তা নূরে আলম সিদ্দীকি, মাহবুবুল আলম, রাকিবুল হাসান। অনুষ্ঠানে প্রায় শতাধিক বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিক ও প্রতিনিধি সহ ভ্যাট দাতা গন উপস্হিত ছিলেন।