সুহৃদদের ভালবাসায় উদযাপিত হলো কবি মোহন রায়হান-এর জন্মদিন
১ আগস্ট ২০১৯, সাওল মিলনায়তন, ঢাকায় দ্রোহ, প্রেম, প্রতিবাদ, সাম্য, স্বাধীনতা ও বিপ্লবের দু:সাহসী কবি মোহন রায়হানের ৬৩তম জন্মদিন উদযাপিত হলো । বাংলাদেশের সকল স্বৈরাচার ও সামরিক দুঃশাসনের শিকড় উপড়াতে, শোষণ, লুন্ঠন, নিপীড়ন থেকে শ্রমজীবী, মেহনতি মানুষকে মুক্ত করতে, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বার বার জেল খেটেছেন, নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশের আর কোনো কবির ঘাড়ে এমন কালো কাল আর নেমে আসেনি।
সামরিক স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের দেশ কাঁপানো সাহসী ছাত্রনেতা ছিলেন। আশির দশকে স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সূচনাকারী ১৪টি ছাত্র সংগঠন নিয়ে গঠিত ছাত্র সংগ্রাম কমিটির কেন্দ্রীয় নেতা। ১৯৮৩’র ১১ জানুয়ারি ছাত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়ে প্রথম সামরিক শাসন ভঙ্গ করে ১০ হাজার ছাত্র-ছাত্রীর মিছিল নিয়ে শিক্ষাভবন ঘেরাওয়ের অভিযোগে সামরিক গোয়েন্দা বাহিনী চোখ-হাত বেঁধে তুলে নিয়ে গিয়ে ২১ দিন গুম করে রেখে নির্মম নির্যাতন চালিয়ে মেরুদন্ড ভেঙ্গে পঙ্গু করে দেয়।
স্বাধীনতাত্তোর বাংলাদেশের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও কবিতা আন্দোলনের নেতৃত্ব দেন। বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
বৈজ্ঞানিক সমাজতন্ত্র পন্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ও জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, কবিতা পরিষদের দুই বারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংসদ, সৃজন, বাংলাদেশে লেখক শিবির, প্রাক্সিস অধ্যয়ন সমিতি, অরণি সাংস্কৃতিক সংসদ, রাখাল, লেখক ইউনিয়ন, সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটিসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতৃত্বে ছিলেন।
জ্বলে উঠি সাহসী মানুষ, আমাদের ঐক্য আমাদের জয়, সামরিক আদালতে অভিভাষণ, ফিরে দাও সেই স্টেনগান মেঘের শরীরে যাবো, শাহবাগ ডেকেছে আমাকে-সহ ২৫টি গ্রন্থের রচয়িতা। কবিতা-পত্র দিকচিহ্ন এবং সাওল সময়-এর সম্পাদক।
বর্তমানে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নতুন ধারার চিকিৎসা পদ্ধতি- বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসার ‘সাওল পদ্ধতি’ এবং স্বাস্হ্য সম্মত, নিরাপদ ‘বিনা তেলে খাবার’-এর প্রচলন করে সাড়া জাগিয়েছেন।