দেখুন পবিত্র ক্বাবা শরীফের ভেতরের কি আছে
পবিত্র ক্বাবা শরীফের চাবি বনী সায়বা নামক এক গোত্রের তত্তাবধায়নে থাকে। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এই গোত্রের কাছে দিয়ে গেছেন, কিয়ামতের আগ পর্যন্ত ক্বাবা ঘরের চাবি তাদের কাছে থাকবে।
পবিত্র ক্বাবা শরীফ পরিস্কার করার জন্য এর দরজা প্রতি বছর দুই বার খোলা হয় রমজানের ১৫দিন আগে এবং হজ্জের ১৫দিন আগে আর এই কাজের জন্য বিভিন্ন মুসলিম দেশের প্রেসিডেন্ট,মন্ত্রি,কূটনৈতিক এবং রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদের অভিবাদন জানান।মক্কা শহরের গভর্নর তাদেরকে পবিত্র ক্বাবা শরীফের ভিতরে নিয়ে যান আর তারা জমজম কূপের পানি এবং গোলাপ জল দিয়ে পবিত্র ক্বাবা শরীফের ভিতর পরিস্কার করেন।
পবিত্র কাবার চতুর্দিকে হাজারো মানুষ ২৪ ঘণ্টাই ঘোরাফেরা করেন। সারা বিশ্বের কয়েক কোটি বাড়িঘরে পবিত্র কাবা শরীফের ছবি সাজানো থাকে।
এই কোন কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোন। এটি একটি বিশেষ জায়গা। অনুমান করা হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সো) এই স্থানটিতে এবাদত করেছেন। এই সাদা অংশটিতে নবী করিম (সো) দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন। কাবা শরীফের ভিতরে ভিবিন্ন প্রাচীন আসবাপত্র জুলন্ত রয়েছে। এই যে দরজাটা দেখছেন এটি দিয়ে কাবা শরীফের ছাদে যায় যায়. তবে খুব কম এই দরজা বেবহার হয়। এটি একটি বিশেষ টেবিল এর উপরে বিশেষ সুগন্ধি থাকার কারণে কাবার ভিতরে গন্ধ সৃষ্টি হয়ে পারে না।