শাহজাদপুরে বজ্রপাতে একজন মহিলা সহ ৩ জন নিহত
জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের ছোরমান আলীর স্ত্রী সাকেরা খাতুন(৬০), একই গ্রামের আজগর আলী মোল্লার ছেলে হাসেম মোল্লা(২০) এবং গালা ইউনিয়নের দুগালী গ্রামের আজম বেপারীর ছেলে আজমল হোসেন (১৪)।
এলাকাবাসী জানান, আজ সোমবার বিকালে ঝড় বৃষ্টির সময় মাঠে ধান শুকানোর সময় চিথুলিয়া গ্রামের সাকেরা খাতুন এবং হাসেম মোল্লা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে দুগালি গ্রামের আজমল হোসেন মাঠে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।