পিছিয়ে গেল ‘বাংলাদেশ সাহিত্য উৎসব ২০২০’ এর তারিখ
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিদেশি অতিথিদের অনেকের এই সময়ে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ এবং আহ্বায়ক কামাল লোহানী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ‘বাংলাদেশ সাহিত্য উৎসব ২০২০’ এর তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২২ ও ২৩ ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিলে অনুষ্ঠিত হবে তা।
উৎসব প্রস্তুতির কাজ অব্যাহত থাকবে, তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।