আজগড়া এফ এন এফ যুব সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
আবির হোসাইন শাহিন:
আজগড়া বাদল ফকির সুপার মার্কেট ৬ জুন রোজ বৃহস্পতিবার এফ এন এফ যুব সংগঠনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক পরিচালনার দায়িত্ব ছিলেন মোতালেব হোসেন (অপু) সাধারণ সম্পাদক এফ এন এফ যুব সংগঠন। প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব আলহাজ্ব মোঃ লুৎফর রহমান বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ বাদল ফকির (বিশিষ্ট ব্যবসায়ী আজগড়া), জনাব মোঃ মোশারফ হোসেন তালুকদার(বিশিষ্ট ব্যবসায়ী আজগড়া), জনাব মোঃ খোরশেদ বিশ্বাস (বিশিষ্ট ব্যবসায়ী আজগড়া) জনাব আলহাজ্ব মোঃ ছাইফুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী খুকনি) জনাব মোঃ জহুরুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী জামতৈল) এছাড়াও এফ এন এফ যুব সংগঠনের সকল সদস্য ও শিক্ষক, সাংবাদিক সহ নানা পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করে।বিভিন্ন শিল্পীর গানে মুখরিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলের উপস্থিতিতে যেন মিলন মেলায় পরিণত হয়।এসময় উপস্থিত অতিথিরা এরকম অনুষ্ঠান করার জন্য এফ এন এফ যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন (অপু) ও শরিফুল ইসলাম, হাসমত মোল্লা, বাবু, আল আমিন সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এরকম অনুষ্ঠান যেন অব্যাহত থাকে তার জন্য এফ এন এফ যুব সংগঠনের সদস্যদের প্রতি আহবান জানান।