শাহজাদপুর গালা ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষে শর্টগানের গুলিতে এক স্কুল ছাত্র নিহত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দূর্গম চরাঞ্চল গালা ইউনিয়নের চরবনিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় ঘটনাস্থলে কর্তব্যরত এক পুলিশের হাত থেকে শর্টগান কেড়ে নিয়ে গুলি করে ইউনুস আলী (১৪) নামে স্কুলছাত্রকে হত্যা করেছে প্রতিপক্ষের এক যুবক। মঙ্গলবার (৪ জুন -২০১৯) বিকেলে চরবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুপুর থেকে ওই গ্রামে দু’টি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একটি পক্ষের লোক কর্তব্যরত পুলিশের কাছ থেকে শটগান কেড়ে নিয়ে গুলি চালায়। এতে স্কুলছাত্র ইউনুস ঘটনাস্থলেই মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।