বিএল স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ বিএল স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও ২৮রমজান সোমবার স্কুল মাঠ প্রসঙ্গে প্রায় ৯০০শত প্রাক্তন ছাত্র’র সমন্বয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে যুক্ত ছিলেন বিএল স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশন এর উপদেষ্টা অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লত মুন্না, বিটিভির মহা পরিচালক ও সংগঠনের সভাপতি হারুনর রশীদ ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৫২ সাল থেকে শুরু করে ২০১৯ শিক্ষা বর্ষের ছাত্ররা। মন্ঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি জহুরুল ইসলাম মন্ডল, রহমতুল্লাহ লিটন, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সহ আরো অনেকে ।
ইফতার মাহফিলে দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং আগামী ১৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়া হয়।