উল্লাপাড়ায় এমপির দুঃস্থ ও অসহায়দের মাঝে ভাতা বহি ও চেক বিতরন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০১৮-২০১৯ অর্থ বছরে নতুন ভাবে উল্লাপাড়া সদর ইউনিয়নে ভাতাভোগীদের(বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী) মাঝে ভাতা পরিশোধ বহি ও ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানায় চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে । এ ভাতা বহি ও চেক বিতরন করেন জনাব তানভীর ইমাম এমপি । এ ভাতা বহি তানভীর ইমাম এমপি মহোদয়ের কাছ থেকে নেওয়ার সময় ভাতাভোগী আজমল হোসেন হাউমাউ করে কেঁদে উঠে এবং এমপি মহোদয়কে প্রানভরে দোয়া করেন । চলতি ২০১৮-২০১৯ অর্থ বছরে উল্লাপাড়া উপজেলায় নতুন ভাবে ২১ হাজার ৪৫ টি ভাতা ভোগী বহি বিতরন করা হবে সমাজের দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বলে উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানা গেছে । শনিবার উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজ সেবা অফিস আয়োজিত ভাতা বহি ও চেক বতরন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব তানভীর ইমাম এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব ।