সিরাজগঞ্জে কোরআন তেলাওয়াত প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহলায় অনুষ্ঠিত হয়ে গেলো মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা-২০১৯ চূড়ান্ত পর্ব শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে হোসেনপুর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হোসেনপুর কমিউনিটি ট্টাস্ট কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার চুরান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার চুরান্ত পর্বে বিচারক হিসেবে দায়ীত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মাদ্রাসাতুল ইহসান আল- আরাকিয়া, উত্তরা, ঢাকার হযরত হাফেজ মাওলানা মোহাম্মাদ মোস্তাকিম, সিরাজগঞ্জ কেন্দীয় জামে মসজিদের ইমাম ও বিচারক হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা-২০১৯ হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মাদ আব্দুলাহ, ইমাম ও খতিব হোসেনপুর দক্ষিণ জামে মসজিদ ও হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা-২০১৯ এর আহবায়ক হযরত মাওলানা মুফতি মো: আ: মান্নান, হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা-২০১৯ এর বিচারক হাফেজ মোঃ তাওহীদুল ইসলাম, শিক্ষক আহমাদ জান জামিয়া আশরাফুল মাদারিস মাদ্রাসা ও হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা-২০১৯ এর বিচারক হাফেজ মোঃ শফিকুল ইসলাম। আয়োজকের মধ্যে উপস্থিত ছিলেন, তারিকুল ইসলাম পূলক, শহিনুজ্জামান শান্ত, আসাদুজ্জামান রাশু, আব্দুল আলিম, মারুফ হোসেন, ফিরোজ ইফতেখার আবেদীন, জাহীদ হাসান রজব, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম ফাহীম, আব্দুল বারী, বাহাউদ্দীন বিশাল প্রমুখ। উলেখ্য মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা-২০১৯ এ সিরাজগঞ্জ পৌর এলাকার এগারোটি মাদ্রাসা থেকে ৬৩ জন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন বিচারকদের যাচাই বাছাই শেষে চূড়ান্ত পর্বে ১৩ জন প্রতিযোগী অংশগ্রহন করেন। পরে ১৩ জন প্রতিযোগীর মধ্যে থেকে তিন জন প্রতিযোগী ১ম,২য়,৩য় স্থানে অর্জন করেন ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।