সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ন-আহবায়ক মোমরেজ আলীর ইন্তেকাল।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক, বাংলাদেশ রেলওয়েতে চাকুরী করতেন, সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি পূর্ব পাড়া নিবাসী মহুরম শমসের আলীর জৈষ্ঠ পূত্র মোমরেজ আলী গত ৩০মে রাত ১১টার দিকে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন৷( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)৷ মৃত্যু কালে তার বয়স ছিলো ৬৭ বছর , মরহুমের জানাযা নামাজ ৩১মে বাদজুম্মা রহমতগঞ্জ কবরস্হানে অনূষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে মরহুমের পরিবার, আত্বীয় স্বজন,বন্ধু বান্ধব জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ ধর্মপ্রাণ মুসলমান ভাইদের অনেকেই শরীক হন।
কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বিদেহী আত্নারপ্রতি দোয়া মাগফেেরত কামনা করেন।