সিরাজগঞ্জের সাংবাদিকদের সাথে আমার নিবীর সম্পর্ক -এমপি মুন্না
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জ-২(সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, সিরাজগঞ্জের সাংবাদিকদের সাথে আমার নিবীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণেই আমি অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। আমার যতটুকু অর্জন তাকে সাংবাদিকদের ভূমিকা রয়েছে বৃহস্পতিবার সকালে এসএস রোডস্থ নিজ বাসভবনে সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আপনারা আমার জন্য কাজ করেছিলেন তা আমি জানি। এজন্য আপনাদের অভিনন্দন জানাই। আপনারা এগিয়ে যান আমি আপনাদের সাথে আছি।
এসময় নবগঠিত সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র(এসআরইউ) পক্ষ থেকে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইউনিটির সকল নেতৃবৃন্দ।উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি জেহাদুল ইসলাম, সহ-সভাপতি অশোক ব্যানার্জি, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক এইচএম মোকাদ্দেস, অর্থ সম্পাদক সুজন সরকার, দপ্তর সম্পাদক সোহাগ হাসান জয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অদিত্য রাসেল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সিরাজুল ইসলাম শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম খান, কার্যনির্বাহী সদস্য সৈয়দ শামীম শিরাজী, রেজাউল করিম, এমএ মালেকসহ ইউনিটির সদস্য বদরুল আলম দুলাল, রফিউল আলম বাবুল, মাকছুদা খাতুন, আজিজুর রহমান মুন্না,এমএ মান্নান, শাহরিয়ার পারভেজ জিকো, শুভ কুমার ঘোষ, আলী আশরাফ।