কামারখন্দে কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুস্তাকিম।
খাইরুল ইসলাম ,(কামার খন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জের কামারখন্দে কেরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামতৈল কলেজপাড়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুস্তাকিম। বুধবার বিকেলে উপজেলার প্রশাসনের আয়োজনে চূড়ান্ত কেরাত প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে তাজুরপাড়া গ্রামের মোঃ জুবায়ের ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে পাইকোশা মাওলানা বাড়ী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আবু ছাইম। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা আবু মুসা, মাওলানা ফারুখ আহম্মেদ এবং হাফেজ মাওলানা সাদ্দাম হোসাইন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ মে উপজেলার চারটি ইউনিয়নে চারটি রাউন্ডে প্রায় ১শ’ প্রতিযোগীদের মধ্যে থেকে বাছাই করে ১২ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১০ হাজার, প্রথম রানার্সআপ ৫ হাজার ও দ্বিতীয় রানার্সআপকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়েছে।