উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
উল্লাপাড়া, প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়াজ মানব উন্নয়ন সংস্থা উদ্যোগে ৮ শত জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ গ্রামে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হকের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চর-কালিগঞ্জের রায়হান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হক,দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা সার্কুলেশন ম্যানেজার হিরোন প্রধান,আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন,কোষাধ্যক্ষ রোমানা খাতুনসহ প্রমূখ। অনুষ্ঠানে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক আইনুল হক অসহায় ও দুস্থ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।