বেলকুচি ফোরামের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
ঢাকায়স্থ বেলকুচি ফোরামের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত। বেলকুচি এনায়েতপুর চৌহালী কতিপয় তরুনদের নিয়ে গঠিত বেলকুচি ফোরাম।একতায় এক হই শক্তিতে হই জয়ী সেবায় করি পুন্য লাভ আমরা নিভয়ী এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখেই বেলকুচি ফোরামের পথচলা। ২৪ মে রোজ শুক্রবার মিরপুরস্থ একটি রেস্তোরায় এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি ফোরামের উপদেষ্টা ও রাজউক এর সহকারী পরিচালক আসাদুজ্জামান শামীম বিশাস এবং সঞ্চালকের ভুমিকায় ছিলেন বেলকুচি ফোরামের উদ্যোক্তা আনিসুর রহমান।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনানী থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন।এছাড়াও বেলকুচি ফোরাম ঢাকা এর সভাপতি মাসুদুর রহমান এবং গোলাম সারোয়ার ছাড়াও বেলকুচি ফোরাম এর সদস্যবন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বেলকুচি ফোরাম এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং এরকম আয়োজনের জন্য উদ্যোগক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।