স্বামীকে ফাঁসাতে সাবেক স্ত্রীর মিথ্যাচারের অভিযোগ।
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরে স্বামী-স্ত্রীকে ফাসাতে সাবেক স্ত্রী’র বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ঘটনাটি জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ গ্রামে ঘটেছে এ ঘটনা।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে-জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া পুটল পাড়া গ্রামের ও দিগপাইত কলেজের ৪র্থ শ্রেনীর কর্মচারী আঃ জুব্বার এর মেয়ে খাদিজা আক্তার জুবেদার সাথে একই ইউনিয়নের পাশের গ্রামের মজিবর রহমানের ছেলে আবুল হাসেম এর সাথে ২০১১ সালের ৪ মার্চ এক লক্ষ টাকায় দেন মোহরে সামজিক ও ধর্মীয় রীতিতে বিয়ে হয়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বৈবাহিক বনিবনা না হওয়ায় ২০১৫ সালের ৪ জুন আবুল হাসেম তার স্ত্রীকে সামাজিকভাবে উভয় পক্ষের সমঝোতায় আপোষ মিমাংসার মাধ্যমে তালাক প্রদান করেন। পরে আবুল হাসেম ২০১৫ সালে ফাহিমা আক্তার নামে একজন কে ধর্মীয় ও সামাজিক রীতিতে বিয়ে করে শান্তিপূর্ন ঘর সংসার করছেন। আবুল হাসেমের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী খাদিজা আক্তার জুবেদা ও তার মেয়ে হালিমা জাহান এর ভরনপোষনের জন্য ২ লক্ষ ৫২ হাজার টাকা দাবী করে ২০১৩ সালে পারিবারীক জজ ১ম আদালত জামালপুরে যার মোকদ্দমা নং ৩৬/১৩ এবং ২ লক্ষ টাকার যৌতুক দাবী’র পৃথক দুটি মামলা করেন আদালতে। যা চলমান রয়েছে। অপরটি একটি মামলা হাইকোর্টে রিভিশনে রয়েছে। তাদের একটি কণ্যা সন্তান রয়েছে।
এ দিকে চলতি মাসের ২রা মে আবুল হাসেম কে মামলার গ্যাড়াকলে ফেলতে তার তালাক প্রাপ্ত স্ত্রীকে তার নিজ গ্রাম হবদেশ নিজ বাড়ীতে তার সাবেক শশুর আঃ জুব্বার তুলে দেন। এ সময় আবুল হাসেম তার চাকুরীতে কর্মস্থলে ছিলেন। অন্যায় ভাবে আবুল হাসেমের সাবেক স্ত্রী খাদিজা বাড়ীতে ওঠলে স্থানীয় লোকজন তাকে বাড়ী হতে সরে যেতে বলে। কিন্ত কারো কোন কথাই কর্ণপাত না করে উল্টো আবুল হাসেম ও তার ২য় স্ত্রী ফাহিমা আক্তার কে ফাসাতে খাদিজা বিষ পান করে তাদের ফাসাবে বলে হুমকি দেয়। পরে এর প্রতিকার চেয়ে আবুল হাসেমের ২য় স্ত্রী ফাহিমা আক্তার নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গত ৮ মে একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে খাদিজা আক্তার জুবেদা তার সাবেক স্বামী আবুল হাসেম ও তার ২য় স্ত্রী ফাহিমা আক্তার এর বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ এনে জামালপুর সদর থানায় ১২ মে মিথ্যা সাজানো একটি অভিযোগ দেন খাদিজা’র পিতা আঃ জুব্বার। এ প্রেক্ষিতে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আমিনুল ইসলাম ১৯ মে খাদিজা আক্তার জুবেদা কে উদ্ধার করে তাকে তার পিতা আঃ জুব্বারের নিকট বুঝিয়ে দেন। এর পরেও খাদিজা আক্তার জুবেদাকে নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে নারী নির্যাতনের সার্টিফিকেট নেয়ার জন্য হাসপাতালে ভর্তি করার পায়তারা করে।
এ বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি বুঝতে পেরে রাতেই খাদিজা আক্তার জুবেদাকে ওই দিনই তাকে বিদায় করে দেন।
উল্লেখ ১৮৫৬/২০১৬ নং সিভিল রিভিশন এ প্রদত্ত আদেশের ধারাবাহিকতায় দায়িক পক্ষ কর্তৃক ডিক্রীকৃত অর্থের আংশিক ২০ হাজার টাকা সিনিয়র সহকারী ১ম জজ আদালতে সেরেস্তাদারের নিকট ২০১৬ সালের ১৪ জুলাই জমা করেন।
এ বিষয়ে খাদিজা আক্তার জুবেদার নিকট জানতে চাইলে তিনি কোন সদোত্তর না দিয়ে ঘটনার পাশ কাটিয়ে যান।
এ ব্যাপারে আবুল হাসেম জানান আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা অভিযোগ এনে নতুন করে মিথ্যা মামলা করে আমার পরিবার পরিজনকে কে হয়রানীর চেষ্টা করা ছাড়া আর কিছুই না।
জানতে চাইলে খাদিজা আক্তার জুবেদার পিতা আঃ জুব্বার বলেন, আমার মেয়েকে বিয়ে করার নামে তুলে নিয়ে প্রথমে ময়মনসিংহে পরে আবুল হাসেম তার নিজ গ্রামের বাড়ী হবদেশ এ রেখে নির্যাতন করে। এ ঘটনায় নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলেও পুলিশ আমলে নেয়নি।পরে জামালপুর সদর থানায় ১২ মে অভিযোগ দেয়ার পর নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আমিনুল ইসলাম ১৯ মে আমার মেয়ে খাদিজা আক্তার জুবেদা কে উদ্ধার করে ছোনটিয়া বাজারে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আমার মেয়ে খাদিজা আক্তার জুবেদার কে বুঝিয়ে দেয়। এ বিষয়ে আমি আর কিছু করব না, মাফ করে দিয়েছি। এ সব বিষয়ে পত্র-পত্রিকায় দিয়েন না। আমাদের মামলার ক্ষতি হবে।