জরুরি নেটওয়ার্কের জন্য একটি টাওয়ার চাই
হাদিউল হৃদয়, তাড়াশ-সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কয়েকটি গ্রাম
গোন্তা, পাড়িল, লাউতা, দেওঘর, পাড়িল বড়াইচড়া, তারাটিয়া, হারিসোনা।এ এলাকাটি অত্যন্ত বর্ধিঞ্চু। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন শহরে অনেক চাকুরিজীবী করছেন তাদের পরিবারগুলো এই গ্রামগুলোতে বসবাস করছেন। তা ছাড়া এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় প্রতিদিন অনেক শস্যপণ্য দেশের বিভিন্ন স্থানে বিক্রিয় জন্য চলে যায়। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বিভিন্ন ধরনের ব্যবসা ও শিল্পকারখানা গড়ে উঠছে। ফলে এলাকাটি অত্যন্ত জনবহুল হয়ে উঠছে। এলাকায় মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক এবং তাদের বেশির ভাগই পেশাগত প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করেন। কিন্তু মোবাইল ফোন ব্যবহারকারীরা নেটওয়ার্কের সমস্যায় বর্তমানে অত্যন্ত সংকটের মধ্যে পড়েছে। বিশেষ করে যাদের মাটির বাড়ি। তাদের তো বাড়ির বাইরে এসে কথা বলতে হয় তাও আবার মাঝে মাঝে কলডপ হয়। তীব্র এই শীতের মধ্যেও মানুষ বাহিরে গিয়ে কথা বলাটা খুবই কষ্টদায়ক। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি এতোটাই সুবিধার কারণে গ্রামের মাঝেও এসেছে নেট চালানোর সুযোগ। কিন্তু দুঃখের বিষয় নেটওয়ার্ক কারণে সেই সুবিধা থেকে বঞ্চিত এই ইউনিয়নের মানুষগুলো। নেটওয়ার্কের সমস্যা সামাজিক যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল। পুরো ইউনিয়নে মাত্র একটি মোবাইল টাওয়ার থাকাতে এলাকাটি প্রায়ই নেটওয়ার্ক শূন্য হয়ে পড়ছে। একটি টাওয়ার এত বৃহৎ ইউনিয়ন (৪০.৮৫ কি.মি.) আয়তন নেটওয়ার্ক সংযোগ রক্ষা করতে পারে না। ফলে সারাদিনই মোবাইলের মাধ্যমে যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি হয়। এ কারণে এখানকার লোকজন ব্যবসা- বাণিজ্যে অনেকটাই পিছিয়ে পড়ছেন এবং অনেকের মধ্যেই মোবাইল ফোনের প্রতি বিতৃষ্ণার জন্ম নিচ্ছে। তাই মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ, অনতিবিলম্বে প্রত্যেক কোম্পানির একটি করে টাওয়ার গোন্তাবাজারে স্থাপন করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্ট মোবাইল টাওয়ার কোম্পানিরগুলো কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা যাচ্ছে।