সারাদেশে ঈদের বেচাকেনা শুরু হলেও বেলকুচিতে মন্দাভাব হতাশায় দোকানিরা
আবির হোসাইন শাহিন, নিজস্ব সংবাদাতা :
সারাদেশে ঈদের বেচাকেনায় জমেছে শপিংমল গুলো কিন্তু রোজা ১৫ টা অতিবাহিত হলেও এখনো জমে উঠেনি কাপড়ের দোকান গুলো এতে হতাশায় পড়েছে দোকানদার ব্যবসায়ী। কাপড়ের ব্যবসার মওসুম চলে দুই ঈদকে ঘিরে কিন্তু অন্যান্য বছর এসময় করলেও এবছর আশানুরূপ বেচা-কেনা না হওয়ায় হতাশায় দিন পার করছে সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী মার্কেটের ব্যবসায়ীগন। আর মাত্র হাতে গুনে কিছু দিন তার পরই আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মিয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী মার্কেটে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এই ঈদকে ঘিরেই মার্কেটের বিপনী বিতানগুলো বর্ণিল সাঁজে সেজেছে।অনেক ক্রেতা তাদের পছন্দের জিনিস কিনতে এক বিপনি বিতান থেকে ছুটে চলছেন অন্য বিপনি বিতানে। ফ্যাশান হাউসগুলোতে তরুন তরুনী, মহিলা, শিশু সহ সকল বয়সী মানুষের ভিড়। এ বারে শাড়ি,থ্রিপিছ,শিশুদের পোষাক বিক্রি হচ্ছে বেশি। পাঞ্জাবি, জিন্স, টি-শার্টের দোকানে নিজেদের পছন্দেরটি খুজেছেন ও কিনছেন তরুণরা। সবমিলে ঈদ বাজার দিন দিন জমজমাট হয়ে উঠছে। মার্কেট করতে আসা ক্রেতারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছরের ঈদ কালেকশনগুলো অনেক ভালো হওয়ায় কারণে কেনাকাটা মজা পাচ্ছেন তারা অপরদিকে গত বছরের তুলনায় এখনও পর্যন্ত ক্রেতার সমাগম কম ও তুলনামূলক বেচা-কেনা হচ্ছে না। তবে আশার কথা হল রোজা ১৫ -২০ শেষ হওয়ার পর সাথে ক্রেতার সংখ্যা বাড়বে এবং চাহিদা অনুযায়ী কেনা – বেচা হবে বলে জানিয়েছেন বিপনীবিতানের মালিকগন।