দুর্গমচরে হাজী মজিদ মন্ডল ফাউন্ডেশন’র উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ৷
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল বলেছেন, দুস্থরা আমাদের পরম আপনজন। দুর্গম যমুনা চরে অতি কষ্টে রোজা পালন কারীদের অতীতের ন্যায় সব সময় তাদের পাশে থাকবে হাজী আবদুল মজিদ মন্ডল ফাউন্ডেশন। তিনি আরও বলেন, আল্লাহুর সন্তুষ্টির লাভের জন্য বিত্তবান সহ সকলের উচিত দুস্থদের পাশে দাড়ানো। এতে বিশুদ্ধ আত্মতৃপ্তি পাওয়া যায়। যতদিন বেঁচে আছি মানবতার কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ। শুক্রবার দুপুরে পাথরাইল ও দুপুলিয়া দুর্গম চরে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মমিন মন্ডল এমপি। পরে হাজী আবদুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে চৌহালী ও বেলকুচি উপজেলার প্রায় ৯’শ রোজাদারদের মধ্যে চাল, ডাল, খেজুর, তৈল, চিনি, ছোলা, সেমাই, ট্যাংসহ ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন তিনি। এসময় চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি (সাবেক) হজরত আলী মাষ্টার, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ,সহ-সভাপতি আবদুর রশিদ বাবুল, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার , সভাপতি রহিম রেজা,সম্পাদক , বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দীকি ,উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক কামরুল হায়দার মোন্না,সাংগঠনিক সম্পাদক চুন্নু তালুকদার;বনও পরিবেশ সম্পাদক মাসুদ রানা ,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম শিকদার ও ইউনিয়ন আ’লীগের সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন