উল্লাপাড়ায় দেড় মণ ধানে মিলছে ১ জন ধান কাটা শ্রমিক
উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ায় ধান কাটা শ্রমিক সংকটে জমির ধান কাটতে পারছে না কৃষক। দেড় মণ ধান বিক্রি করে একজন শ্রমিকের মজুরী পরিশোধ করতে হছে । এদিকে প্রচন্ড তাপদহে মাঠে কাজ করা ধান কাটা শ্রমিকদের ত্রাহি ত্রাহি অবস্থা । উল্লাপাড়া উপজলার চলন বিল বেষ্ঠিত মোহনপুর, উধুনিয়া, বড়পাঙ্গাসী, বাঙ্গালা, রামকৃষ্ণপুর ইউনিয়ন পুরা দমে ধান কাটা শুরু হয়েছে। এই সব এলাকায় মাঠে মাঠে ধান পেকে কাটার সময় পার হয়ে যাচ্ছে । এলাকায় ধান কাটার শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে পারছে না। শ্রমিক পাওয়া গেলেও মজুরী আকাশচুম্বী৷। দেড় মণ ধান বিক্রি করে একজন শ্রমিকের মজুরী দিছে কৃষক। বর্তমানে উল্লাপাড়ায় নতুন ধান বাজারে বিক্রি হচ্ছে ৫শত টাকা থেকে সাড়ে ৫শত টাকা মণ। আর একজন ধান কাটা শ্রমিকের মজুরী দিতে হচ্ছে ৭শত টাকা সাথে দুপুরের এক বেলা খাবার। উল্লাপাড়ায় এবার ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৯ হাজার ৯০ হেক্টর জমিতে । আবাদ হয়েছে ৩০ হাজার ২শ হেক্টর জমিতে । মহিষাখোলা গ্রামের কৃষক আমজাদ হোসেন এই মৌসুমে ৭ বিঘা জমিতে ইরি-বোরো ধানের আবাদ করেছে । জমির ধান পেকে খেতে পড়ে আছে । শ্রমিক না পাওয়ায় ধান কেটে ঘরে তুলতে পারছে না। একই অবস্থা এ গ্রামের কৃষক আলহাজ্ব হাসান, সোরহাব হোসেন সহ অনেক কৃষকের। এদিকে ফনীর প্রভাব কেটে যাওয়ার পর এই জনপদে তাপদহ বেড়ে যাওয়ার কারণে ধান কাটা শ্রমিকদের মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে ।