বিশ্বসেরা ব্যাটসম্যানদের তালিকায় তামিম ইকবাল খান
তামিম ইকবাল খান বাংলাদেশ দলের সর্বকালের সেরা ওপেনার। তামিম ইকবাল খান ক্রিকেট বিশ্বের অন্যতম পরিচিত মুখ ।বাংলাদেশের সর্ব কালের সেরা বাঁহাতি ওপেনার ও বটে ।শুধু দেশেই নয় দেশের বাহিরেও এই বাঁহাতি ওপেনারের রয়েছে জয় জয় কার,যদিও শুরুটা এত সোনালী ছিল না তামিম ইকবালের । ফর্ম অফ ফর্ম যেমন ক্রিকেটারদের নিত্য সঙ্গী ।সেই হিসাবে ওডিআই ক্যারিয়ারের শুরুর দিকে ধারাবাহিক ছিল না তামিমের ব্যাট।অক্লান্ত পরিশ্রম আর দূড় মনোবল সময়ের পালাবদলে পুরোটাই বদলে দিয়েছেন তামিম ইকবালকে। তবে ২০১৫ বিশ্বকাপের পরে ক্রিকেট বিশ্বে তামিমের এত পরিবর্তন সত্যি ঈর্ষনীয়।গত চার বছরে ওডিআইতে উন্নতি করেছেন বটে,তবে এতটা উন্নতি যেটা কখনো ভাবতে পারেনি বাংলার ক্রিকেট প্রেমী মানুষেরা । গত চার বছরের ওডিআই পারফরমেন্সে তামিম বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের একজন ।তার ক্যারিয়ারের শুরু থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত তামিমের ওয়ানডে গড় ছিল মাত্র ২৯। যদিও সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালোই ছিল। তবে তখন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে ছিলেন না তামিম। ২০১৫ বিশ্বকাপের পর গত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে পর্যন্ত এই চার বছরে তামিম তার গড় বৃদ্ধি করেছেন দ্বিগুণের মত। গত ৪ বছরে তামিমের ওয়ানডে গড় ৫৮, যা এর আগের ৮ বছরের ওয়ানডে গড়ের ঠিক দ্বিগুন।গত চার বছরের গড়ের দিক থেকে সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকা নিম্নে তুলে ধরা হল ১ . বিরাট কোহলি, গড় : ৭৮ ২ . রস টেইলর, গড় : ৬৮ ৩ . রোহিত শর্মা, গড় : ৬১ ৪ . ফাফ ডুপ্লেসি, গড় : ৬০ ৫ . তামিম ইকবাল, গড় : ৫৮