উল্লাপাড়ায় দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয় এক মাদ্রাসার ১ জন পরীক্ষার্থী পাশ করেনি
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া,
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা গুলোতে দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যায় হয়ে পড়েছে। এক মাদ্রাসার এক জন পরীক্ষার্থী তাও পাশ করতে পারেনি । অধিকাংশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের এক তৃতীয়াংশ শিক্ষার্থী পাশ করতে পারেনি । বর্তমানে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীর সংখ্যা স্বল্প । এর মধ্যে নিয়মিত শিক্ষার্থীর চেয়ে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যাই বেশি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে উপজেলার ৫৩ টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ১৩৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৭৬ জন অকৃতকার্য হয়েছে ৫৫৫ জন এবং এ+ পেয়েছে মাত্র ২ জন শিক্ষার্থী । অধিকাংশ মাদ্রাসায় এ বছরে দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায় একতৃতীয়াংশ শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। এ সকল এমপিও ভুক্ত মাদ্রাসা গুলোতে শিক্ষক ও কর্মচারীদের সরকারি বরাদ্দকৃত প্রতি মাসে প্রায় দেড়কোটি টাকার অধিক বেতন-ভাতা পেয়ে থাকে। বেতন ভাতা ঠিকমতো পেলেও মাদ্রাসা গুলোর শিক্ষার মান উন্নয়ন করতে পারেনি । অভিভাবকরা জানায় সরকারি পৃষ্ঠপোষকতা থাকা সত্ত্বেও শিক্ষকদের গাফিলতির কারনেই মাদ্রাসা গুলো শিক্ষার মান উন্নয়ন করতে পারছেনা । মাদ্রাসা গুলোর শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে । উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে উপজেলার ৫৩টি মাূ্রাসার ১৩৩১ জন শিক্ষার্থী এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রন করে । এদের মধ্যে দক্ষিণ পুস্তিগাছা বনানী দাখিল মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করলেও পাশ করতে পারেনি । চর মোহনপুর দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল ২ জন পাশ করছে ১ জন। গজাইল দাখিল মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল ১১ জন, পাশ করেছে ৫ জন । ঘোঁনা গাইলজানী দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল ১২ জন, পাশ করছে মাত্র ২ জন। আঙ্গাড়ু পাঁচপীর ফাজিল মাদ্রাসায় পরীক্ষায় অংশগ্রহণ করছিল ৩০ জন পাশ করছে ১১ জন। ইসলামপুর মাঝিপাড়া ধরাইল দাখিল মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণ করছিল ২১ জন পাশ করছে ৭ জন।উধুনিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ জন পাশ করছে ৪ জন।কোনাগাঁতী কে,সি দাখিল মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫ জন পাশ করছে ৩ জন। বড়পাঙ্গাসী খন্দকার নুরনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৪ জন পাশ করছে মাত্র ২ জন। এলংজানি দাখিল মাদ্রাসায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২৪ জন পাশ করছে ৮ জন । বন্যাকান্দি আলিম মাদ্রাসায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬৬ জন পাশ করছে ২৯ জন। কালিয়াকৈর দাখিল মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণ করছিল ১৪ জন পাশ করছে মাত্র ৫ জন। সাতবিলা দাখিল মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৯ জন পাশ করছে মাত্র ৪ জন। পশ্চিম বাভোনগ্রাম দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল ১১ জন, পাশ করেছে ৭ জন । কামিল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল ৬৩ জন পাশ করেছে ৫৮ জন । এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান কেন্দ্র সচিব কে নির্দেশ দিয়েছি সকল প্রতিষ্ঠানের ফলাফল জমা দেওয়ার জন্য। ফলাফল হাতে পেলেই যেসকল প্রতিষ্ঠান খারাপ করেছে তাদের কে জবাবদিহিতার মধ্যে আনা হবে।