বখাটের উত্যক্তে ফাঁস নিয়ে ছাত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি তানিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে
বখাটের উত্ত্যক্তে সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের সপ্তম- শ্রেনীর মেধাবী শিক্ষার্থী ছোঁয়া সাহা অন্তরা (১৪) এর আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি সরিষাবাড়ী টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট ব্যাংকিং বিষয়ে ১ম বর্ষের ছাত্র তৌহিদুর রহমান ওরফে তানিন তালুকদারকে(১৭)পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য আদালত গতকাল বুধবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এদিকে মামলার প্রধান আসামি বখাটে তানিন তালুকদারের
দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানে
এলাকার সচেতন নাগরিকের ব্যানারে দেয়ালে পোষ্টার লাগিয়ে
দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা
ইউনিয়নের সাইঞ্চারপাড়া গ্রামের নারায়ণ সাহার মেয়ে ছোঁয়া
সাহা অন্তরা। সে মুলবাড়ি গ্রামের তানিন তালুকদারের(১৮)
বাড়ির সামনে দিয়ে বিদ্যালয়ে যেত। বখাটে তানিন দীর্র্ঘ দিন
ধরে ছোঁয়াকে উত্ত্যক্ত করছিলেন। গত ২০ এপ্রিল বখাটে তানিন
নিজ বাড়ির সামনে ছোয়াকে জোর করে মুখ চেপে ধরে
মুঠোফোনে সেলফি তোলেন।এরপর তা ফেসবুকে পোষ্ট করলে তা
ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল রাতে ছোঁয়া নিজ বাড়ির
পড়ার কক্ষে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। গত ২৬ এপ্রিল রাতে
নিহত ছোঁয়ার বাবা নারায়ণ সাহা বাদি হয়ে তানিন
তালুকদারকে প্রধান আসামি করে এজাহার নামীয় ৭ জনের বিরুদ্ধে
থানায় মামলা দায়ের করেন।
গত ২৮ এপ্রিল পুলিশ মামলার প্রধান আসামি বখাটে তানিন
তালুকদারকে পৌর শহরের মুলবাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে
আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন। এ পুলিশী
জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড মঞ্জুরের জন্য
আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার
আদালত মামলার প্রধান আসামি তানিন তালুকদারকে পুলিশী
জিজ্ঞাসাবাদের গতকাল দুপুরে আসামি তানিনকে
জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে থানায় নিয়ে আসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার এসআই
সাইফুল ইসলাম বলেন, তানিনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই
দিনের রিমান্ড দিয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে
আজ বৃহসপতিবার বিকেলে তানিনকে আদালতে সোপর্দ করা হবে।