শাহজাদপুরের কাছারিবাড়ীতে দু’দিনব্যাপী রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মোৎসব ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাছারী বাড়ীর অডিটোরিয়ামে দু’দিনব্যাপী অনুুষ্ঠান চলছে। বুধবার ও বৃহস্পতিবার দু’দিন ব্যাপী জেলা প্রশাসনের আয়োজনে , এ অনুষ্ঠানে বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুুুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক। তিনি বলেছেন, মাদক ও জঙ্গী মুক্ত দেশ গড়তেে হবে। রবীন্দ্রনাথ ছিলেন, মানবতার সাম্য ও শান্তির দর্শন নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে পারলেই বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এতে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইফতেখার উদ্দীন শামীম।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ডি জে এফ আই বগুড়া অঞ্চলের প্রধান কর্ণেলল মুজিবুল হক শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আবু জাফর, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, ভারপ্রাপ্ত পৌর মেয়র নাসির উদ্দীন ও ড.জান্নাত আরা হেনরী তালুকদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তরা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্র গবেষকেরা। প্রতিবছরের ন্যায় এবছরেও কাছারীবাড়ী চত্বরে হাজারও রবীন্দ্র ভক্তদের মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে ছিলো শিশু,কিশোর-কিশোরীদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা , আলোসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনের মন্দিরে’ ১৮৮৬ সালে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়ি থেকে বিদায় নেওয়ার সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত এই গানটি লিখেছিলেন। রবীন্দ্র গবেষকদের মতে, কবির এই ভালবাসার সখি কোনো মানবী ছিলেন না-এটি ছিল তার প্রিয় স্থান শাহজাদপুর। শাহজাদপুরের মাটি, মানুষ, জীবন ও প্রকৃতিকেই কতটা ভালবেসেছিলেন তার প্রমাণ রেখে গেছেন অসংখ্য গান, কবিতা, নাটকের মাধ্যমে। ১৮৯০ সালে জমিদারি দেখভাল করতে শাহজাদপুরের কাছারিবাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাত বছর এখানে অবস্থানকালে তিনি লিখেছেন নাটক বিসর্জন, পোস্টমাস্টার, ছোটগল্প ছুটি, সমাপ্তিসহ অসংখ্য কবিতা, গান, নাটক, প্রবন্ধ, ছোটগল্প। এছাড়াও শাহজাদপুুুরের কাছাড়ীবাড়িতেই স্মৃতি বিজড়িত এ মাটিতে বসেই তিনি লিখেছেন ৩৮টি ছিন্নপত্রাবলী লেখা।