সিরাজগঞ্জের মিরপুরে শান্তিপুরী জর্দা ফ্যাক্টরিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের পৌর এলাকার মিরপুরের শান্তিপুরী জর্দা ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানা পরিচালনার কোন ধরণের অনুমোদন না থাকায় মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। বুধবার পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত দুপুরে মিরপুর এলাকায় শান্তিপুরী জর্দা ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানকালে দেখা যায় উক্ত কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা তৈরি হচ্ছে। এছাড়া পরিবেশ ছাড়পত্র নেই,ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদপত্র নেই,ট্রেড মার্কের সনদপত্র নেই এবং জর্দা মোড়কে আইন অনুযায়ী সচিত্র স্বাস্থ্য সতর্কবানী নেই।কারখানা পরিচালনার কোন ধরণের বৈধ কাগজপত্র না থাকায় শান্তিপুরী জর্দা ফ্যাক্টরির মালিক জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় উপস্থিত ছিলেন পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।